হাসপাতালটি ১৯৮৬ খ্রিঃ সালে ২০০ শয্যা হিসাবে তৈরীকরা হলেও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে হাসপাতালের শয্যার সংখ্যা ৩০০ তে উন্নীতকরা হয় কিন্তু জনবল ও অবকাঠামোর কোন পরিবর্তন করা হয়নাই। বর্তমানে হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করণের কাজ চলমান রহিয়াছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে নারায়নগঞ্জের জনসাধারনের উন্নত চিকিৎসার জন্য জনগণ, জনপ্রতিনিধি ও জেলার সরকারী বেসরকারী উচ্চপদস্থ সকল কর্মকর্তাদের সহায়তায় হাসপাতালটিকে মেডিকেল কলেজে রুপান্তরিত করা।
১। ৫০০ শয্যায় বার্ন ইউনিট ,কার্ডিওলজি বিভাগ,সিসিইউ,আইসিইউ বিভাগ,কিডনী ডায়ালাইাসিস বিভাগ,নেফ্রোলজী বিভাগ,নিউরোলজী বিভাগ বক্ষব্যধি বিভাগ চালু করা হবে।
২। রেডিওলজি বিভাগে এমআরআই ও সিটি স্কেন মেশিন সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS